দেশজুড়ে

বেলকুচিতে শাটারগানসহ যুবক আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে শাটারগানসহ আব্দুর রহমান মোল­্লা (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে পুলিশ উপজেলার খাস সোনামুখী উচ্চ বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আব্দুর রহমান উপজেলার মেঘুল­া গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল­্লার ছেলে। বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক আজাদ রহমান জানান, ডাকাতের প্রস্তুতির জন্য ডাকাতদল সমবেত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খাস সোনামুখী উচ্চ বিদ্যালয়ের কাছে অভিযান চালানো হয়। ডাকাত দল সমবেত হওয়ার আগেই আব্দুর রহমানকে একটি শাটারগানসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মাসুদ পারভেজ/এফএ/এবিএস