চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে শিশুসহ ৪ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বিকেলে বকুলের বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বেড়া দিয়ে ঘিরে দেয় তার ভাই মুকুল। কিন্তু বকুলের ছেলে তোতা ও তার পরিবারের লোকজন ওই বেড়া তুলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মুকুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে বকুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় বকুলের স্ত্রী হাসিনা খাতুন (৪৫), ছেলে তোতা (৩২), তোতার স্ত্রী নুরজাহান (২৬) ও মেয়ে কেয়া (৯) কুপিয়ে গুরুতর আহত করে মুকুলের লাকেজন। আহতদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জিয়াউল হক জানান, ঘটনাটি শুনেছি অভিযোগ এলে ব্যাবস্থা নেওয়া হবে। সালাউদ্দিন কাজল/এফএ/পিআর