রাজধানীর মোহাম্মদপুরের ফিজিক্যাল মাঠে বর্ণাঢ্য আয়োজনে চলছে প্রাণ জুনিয়র কিংডম মেলা। শুক্রবার সকাল ১০টায় এ মেলা শুরু হয়েছে। দুইদিন ব্যাপী এই মেলা শেষ হবে শনিবার।বেলা ১১ টা ১৫ মিনিটে প্রাণ জুনিয়র কিংডম মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণ গ্রুপের সিইও আনিসুর রহমান। উদ্ধোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত শেষে প্রাণ জুনিয়র কিংডম গানটি পরিবেশন করা হয়।সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান বলেন, রাজধানীতে দুইদিন ব্যাপী শিশুদের জন্য আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি স্বল্প পরিসরে হলেও শিশুদেরকে আনন্দ দেয়ার। পরবর্তীতে বিভাগীয় শহরে এরকম অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান তিনি।প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান আব্বাসী বলেন, প্রাণ জুনিয়র কিংডম মেলায় এসে নিজেকে আজ শিশু মনে হচ্ছে। ফিজিক্যাল মাঠে এসে মনে হয়েছে প্রাণ গ্রুপ সত্যিকারার্থে আমাকে নতুন প্রাণ দিয়েছে। প্রাণ গ্রুপ শিশুদেরকে কতটা ভালবাসে তার প্রমাণ আজকের এই বর্ণাঢ্য আয়োজন।মেলার মাঠ ঘুরে দেখা যায়, চোখ ধাঁধানো নানা আয়োজনে প্রাণ গ্রুপ পুরো মাঠ জুড়েই শিশুদের জন্য আয়োজন করেছে বিভিন্ন ইভেন্টের। তার মধ্যে রয়েছে মুভি থিয়েটর, বামপিং ক্যাসটল, পাপট শো, ম্যাজিক শো, পেইন্টিং, গ্যাস বেলুন, পেপার ওয়ার্ক কাইটস, পেপার ওয়ার বোস্ট ও মিনি ফুটবলসহ হরেক রকমের আয়োজন।শুক্রবার সকাল থেকে কয়েক’শ শিশু ও তাদের অভিবাবকদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছে ফিজিক্যাল মাঠে।