গণমাধ্যম

আরো তিন বছর প্রধানমন্ত্রীর প্রেস সচিব থাকছেন ইহসানুল করিম

আরো তিন বছর প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য বিশিষ্ট সাংবাদিক ইহসানুল করিমের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ‘এই (বর্ধিত) নিয়োগ ১৮ জুন অথবা তার যোগদানের (কার্যালয়ে) তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য কার্যকর হবে। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা করিম তার পূর্ববর্তী চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় সরকারের পূর্ণ সচিবের মর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।এক বছর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগের আগে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় নিজস্ব প্রতিবেদক হিসেবে ইহসানুল করিম কর্মজীবন শুরু করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিবিসি ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) মতো কয়েকটি বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেন।বিএ