জাতীয়

সুন্দরবনে ডুবন্ত জাহাজের দুই শ্রমিককে উদ্ধার করলো কোস্টগার্ড

সুন্দরবনের হিরণপয়েন্ট-সংলগ্ন খালে ডুবতে থাকা জাহাজের দুই শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে ৯৯৯ কার্যক্রমের পুলিশ পরিদর্শক (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার বলেন, শুক্রবার ভোররাতে নুর হোসেন নামের এক শ্রমিক জরুরি নম্বরে ফোন করে জানান, তিনি ও আরেক শ্রমিক এমভি সাফিন নামের একটি লাইটার জাহাজে করে ড্রেজার মেশিন নিয়ে হিরণপয়েন্টের কাছে খননকাজে নিয়োজিত ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি একপাশে কাত হয়ে পড়ে এবং ড্রেজার মেশিন পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন৯৯৯-এ ফোনে উদ্ধার: প্রেমিকের সঙ্গে দেখা করতে হবিগঞ্জ থেকে ঢাকায় এসে বিপদে কিশোরীসুন্দরবনে ডাকাত দলের আস্তানা থেকে ৪ জেলে উদ্ধার

এ অবস্থায় দুজন শ্রমিক প্রথমে একটি চরে আশ্রয় নিলেও পানির উচ্চতা বেড়ে চর ডুবে গেলে তারা কাছের একটি গাছের ডালে বসে জীবন বাঁচানোর চেষ্টা চালান। এসময় নুর ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের আবেদন জানান। সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ কোস্টগার্ড ও নৌবাহিনীর নিয়ন্ত্রণকক্ষকে বিষয়টি জানায়। পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

পুলিশ পরিদর্শক আনোয়ার জানান, লাইটার জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজটি উদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে।

 

টিটি/একিউএফ