পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা সারাদেশে যে গুপ্তহত্যা চালাচ্ছে তা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রোধ করা সম্ভব।দ্রুত এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস