কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহাম্মদ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার ৩ যাত্রী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী পৌরসভার ভোগপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলীর বাড়ি জেলার মিঠামইন উপজেলায়। আহতদের পরিচয় জানা যায়নি। কটিয়াদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, জেলার করিমগঞ্জ উপজেলার চামড়াবন্দর থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরব যাচ্ছিল। অটোরিকশাটি কটিয়াদী উপজেলা অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আহাম্মদ আলী নিহত হন। আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নূর মোহাম্মদ/এসএস/এমএস