লাইফস্টাইল

নিস্তেজ ত্বকে প্রাণ ফেরাবে রাইস পেপার মাস্ক

বর্তমানে ত্বকের যত্নে রাইস পেপার ফেস মাস্ক বেশ জনপ্রিয়। কোরিয়ান বিউটি ব্লগ থেকে শুরু করে টিকটকার – সবাই এখন রাইস পেপার ফেস মাস্ক ব্যবহার করছেন। কারণ, এটি সাশ্রয়ী, সহজে ব্যবহার করা যায় এবং একেবারেই প্রাকৃতিক।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন রাইস পেপার ফেস মাস্ক এবং ব্যবহার করার সঠিক নিয়ম-

রাইস পেপার শিট

রাইস পেপার হলো খাবার মোড়ানোর একধরণের পাতলা শিট। এটি মূলত চালের গুঁড়া, পানি ও ট্যাপিওকা স্টার্চ দিয়ে তৈরি করা হয়। এটি ভিয়েতনামি এবং চাইনিজ রান্নায় ব্যবহার করে বিভিন্ন আইটেম বানানো হয়।

তবে কিছুদিন আগেও রাইস পেপার শুধু রান্নার জন্য ব্যবহার হলেও, বর্তমানে এটি ত্বকচর্চায় ব্যবহার করা হয়। যা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোসহ নানা সমস্যা সমাধানে অসাধারণ কাজ করে।

রাইস পেপার ফেস মাস্ক বানাবেন যেভাবে

আমাদের দেশে বড় সুপার শপেগুলোতে রাইস পেপার পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারেন। এবার একটি বড় বাটিতে গরম পানি নিয়ে রাইস পেপার ভিজিয়ে নরম করে নিন। নরম হলে মুখের আকার অনুযায়ী কেটে তাতে চোখ, নাক আর ঠোঁটের জায়গায় কাঁচি দিয়ে হালকা ছিদ্র করে নিন।

যেভাবে মুখে ব্যবহার করবেন

ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে, রাইস পেপার মাস্ক মুখে বসিয়ে দিন। ১৫-২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে খুলে ফেলুন। এরপর হালকা ময়েশ্চারাইজার লাগান।

রাইস পেপার মাস্ক ব্যবহারের উপকারিতা

১. এই মাস্ক ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে। শুষ্ক ও রুক্ষ ত্বকে অত্যন্ত কার্যকরী।২. রোদের পোড়াভাব দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহা্য্য করে। ৩. ত্বকে তৈলাক্তভাব দূর করে ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। যাদের ত্বকে ব্রণ হয়, তারা এটি সহজে ব্যবহার করতে পারেন। নিয়মিত রাইস পেপার মাস্ক ব্যবহার করলে লোমকূপ ছোট হয়। ৪. নিয়মিত রাইস পেপার মাস্ক ব্যবহার করলে মেকআপ ছাড়াই প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল হবে। এছাড়া ভিটামিন সি বা নায়াসিনামাইড-যুক্ত সিরামের সঙ্গে ব্যবহার করলে ত্বকের দাগ ও মলিনতা কমবে। ৫. রাইস পেপারে কোনো অতিরিক্ত কেমিক্যাল নেই। এটি পুরোপুরি প্রাকৃতিক। তাই ব্যবহারে ত্বকের কোনো ক্ষতি করবে না।

ব্যবহারের টিপস ১. সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যাবে। ২. মাস্ক লাগানোর আগে অবশ্যই মুখ পরিষ্কার করে নিতে হবে, যাতে ময়লা না থাকে।৩. রোদে বের হওয়ার আগে মাস্ক ব্যবহার করলে ত্বক সতেজ হয়।

আরও পড়ুন খেজুরের ব্যবহারে ত্বকের অনেক সমস্যা দূর হবেকনুই ও হাঁটুর কালো দাগ কমানোর সহজ উপায়

সূত্র: হেলথ শটস, কসমেডিকা স্কিন কেয়ার, নিউজ উইক, দ্য গার্ডিয়ান

এসএকেওয়াই/এমএস