জাতীয়

হাসিনা সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বিজেপির

আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের ওপর ভারতের বর্তমান বিজেপি সরকারের সম্পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তথাগত রায়। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলঘরে বেদান্ত সংস্কৃতি মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের ওপর ভারতের বর্তমান বিজেপি সরকারের সম্পূর্ণ সমর্থন রয়েছে। এটা জলের মতো পরিষ্কার। হিন্দু সম্প্রদায়ের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চেয়ে ভালো কিছু হতে পারে না।এসময় দেশের হিন্দু সম্প্রদায়কে এ সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার আহবান জানান পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি তথাগত রায়।তিনি আরও বলেন, যদিও ভারত একটি দেশ। তারা আরেকটি দেশের সঙ্গে কাজ করবে এটি স্বাভাবিক। সে ক্ষেত্রে বিজেপি নেতা হিসেবে আমার বলা উচিত না, তার পরও আমি আপনাদের জানাতে চাই বিজেপি সরকার উপলব্ধি করেছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়া উচিত এবং সেই কাজটি তারা করেছে। এটা আমি আপনাদের নিশ্চিত করেই বলতে পারি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিজেপির কেন্দ্রীয় গবেষণা শাখার সদস্য ধনঞ্জয় কুমার সিং, পশ্চিমবঙ্গ বিজেপির সহসভাপতি সুভাষ সরকার, বাংলাদেশের সাংসদ পঙ্কজ দেবনাথ, সুকুমার রঞ্জন প্রমুখ।