ফরিদপুর শহরতলীর বাখুন্ডা এলাকায় বাস খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রবিশালগামী সাকুরা পরিবহনটি ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় বাসের চালক ঘটনাস্থলেই মারা যায় এবং বেশ কয়েকজন আহত হন। এস.এম. তরুন/এআরএ/পিআর