জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ১৭ অক্টোবর ২০২৫

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

৬৭ জনকে নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী১১৩ জনকে নিয়োগ দেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ২১ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড১৭ জনকে নিয়োগ দেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৬ জনের নিয়োগ, আবেদন ফি ২২৩ টাকা৩২ জনকে নিয়োগ দেবে ধান গবেষণা ইনস্টিটিউট৪০ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আবেদন ফি ২২৩ টাকা৪ পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ১১ জনকে নিয়োগ দেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদন৪৮ জনকে নিয়োগ দেবে ধান গবেষণা ইনস্টিটিউটসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ফি ১৬৮ টাকা৩৭ জনকে নিয়োগ দেবে সিপিজিসিবিএল, এসএসসি পাসেও আবেদনস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকানিয়োগ দেবে স্থানীয় সরকার বিভাগ, এসএসসি পাসেও আবেদন

ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি

অফিসার নিয়োগ দেবে যমুনা ব্যাংক, কর্মস্থল ঢাকাম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, লাগবে স্নাতক পাসঅফিসার নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ৪০ বছরেও আবেদননিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতাঅফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকাসিনিয়র ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল ঢাকাঢাকায় নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকনিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতাবিক্রয় ডটকমে নিয়োগ, কর্মস্থল ঢাকাঢাকায় নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, থাকছে না বয়সসীমাঅভিজ্ঞতা ছাড়া নিয়োগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকঢাকায় নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্সবেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে অফিসার নিয়োগ, কর্মস্থল ঢাকাঢাকায় নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক, ৪৫ বছরেও আবেদন

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি ১৩ জন কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েটডেপুটি ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটিপ্রভাষক নিয়োগ দেবে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজশিক্ষক নিয়োগ দেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ বেসরকারি চাকরি

আরএফএল গ্রুপে নিয়োগ, থাকছে না বয়সসীমা১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, লাগবে না অভিজ্ঞতাট্রেইনি এক্সিকিউটিভ নেবে আরএফএল গ্রুপ, ফ্রেশারদের অগ্রাধিকারস্নাতক পাসে নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপে, ২৫ বছর হলেই আবেদনআবুল খায়ের গ্রুপে ম্যানেজার নিয়োগ, কর্মস্থল ঢাকাস্নাতক পাসে নিয়োগ দেবে দারাজ, কর্মস্থল ঢাকাআরএফএল গ্রুপে নিয়োগ, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ৫০ টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপঅফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমাট্রেইনি অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল নারায়ণগঞ্জঅফিসার পদে জনবল নিয়োগ দেবে আকিজ বেকারসস্নাতক পাসে নিয়োগ দেবে আকিজ ফুড, কর্মস্থল ঢাকানিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ, কর্মস্থল হবিগঞ্জনিয়োগ দেবে এসিআই মটরস, নারী প্রার্থীদের অগ্রাধিকারআউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, লাগবে স্নাতক পাসনিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতাবরিশাল সার্জিক্যাল লিমিটেডে ৩০ জনের নিয়োগ, কর্মস্থল ঢাকাকর্ণফুলী গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, স্নাতক পাসেই আবেদননিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, লাগবে না অভিজ্ঞতাম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপনিয়োগ দেবে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

এনজিও চাকরি

নিয়োগ দেবে অ্যাকশনএইড, বেতন ৮১ হাজার টাকারেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন ৯০ হাজার টাকানিয়োগ দেবে ওয়াটারএইড, বেতন দুই লাখ ১০ হাজার টাকাসিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, কর্মস্থল ঢাকাহীড বাংলাদেশে নারী কর্মী নিয়োগ, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধারেড ক্রিসেন্ট সোসাইটিতে অফিসার নিয়োগ, বেতন ৫০ হাজার

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এমআইএইচ/জেআইএম