স্কুলে যৌন শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে না পশ্চিমবঙ্গে । বিষয়টি নিয়ে সংশ্লিষ্ঠদের একাংশ আপত্তি জানানোর পর এ পরিকল্পনা স্থগিত করেছে রাজ্য সরকার। জানা গেছে, বয়ঃসন্ধিকালীন বৈশিষ্ট্য, সমস্যা ও প্রতিকার বিষয়গুলো স্কুল পাঠ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছিল। আগামী শিক্ষাবর্ষে বিষয়টি কার্যকর করার কথা ছিল স্কুলশিক্ষা দফতরের। কিন্তু একাংশ বিষয়টিতে আপত্তি জানানোর করণে তা স্থগিত রাখছে রাজ্য সরকার।ইত্যোমধ্যে রাজ্যে নবম শ্রেণি পর্যন্ত পরিবর্তিত সিলেবাস কার্যকর হয়েছে। তবে কোন ক্লাসেই বয়ঃসন্ধিকালীন সমস্যা নিয়ে আলোচনা করা হয়নি।পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দীপক দাস বলেন, ছাত্র-ছাত্রীদের জন্য ‘লাইফস্টাইল এডুকেশন` প্রয়োজন আছে। বিভিন্ন বিজ্ঞাপন থেকেও বাড়ির বাচ্চারা ভুল শিক্ষা পেতে পারে৷ আগে থেকে পড়ুয়াদের বিষয়টি সঠিকভাবে বুঝিয়ে দিলে তাদের মধ্যে বিকৃত চিন্তা রোধ করা যাবে। শিক্ষা কর্মকর্তাদের মতে, যৌবনের সন্ধিক্ষণে পা রাখতে চলা পড়ুয়াদের শারীরিক পরিবর্তন সম্পর্কে অবহিত করতেই নয়া পাঠ্যক্রম চালুর কথা ভাবা হয়। আগের সরকারের আমলে এই সিদ্ধান্ত গৃহীত হলেও সেভাবে কার্যকর করা হয়নি।