বিনোদন

ইমন ও অনির গিটারে চীনে বাজলো আইয়ুব বাচ্চুর সুর

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিধ্বনিত হলো কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর সুর। চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের দুই গিটারিস্ট ইমন চৌধুরী ও অনি হাসান এক আবেগঘন পারফরম্যান্সে শ্রদ্ধা জানান প্রয়াত এই সংগীত তারকাকে।

অনুষ্ঠানে তারা পরিবেশন করেন আইয়ুব বাচ্চুর জনপ্রিয় দুটি গান ‘সেই তুমি’ এবং ‘ঘুমন্ত শহর’-এর ইনস্ট্রুমেন্টাল সংস্করণ। মঞ্চ জুড়ে বাজতে থাকে গিটার, আর শ্রোতারা যেন ফিরে যান বাচ্চুর জাদুকরী সংগীতের যুগে।

গিটারিস্ট ইমন চৌধুরী বলেন, ‘বাচ্চু ভাই আমাদের দুজনকে খুব ভালোবাসতেন। তিনি একবার বলেছিলেন, আমরা নাকি তার প্রিয় গিটারিস্ট। এ জীবনে এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। চীনের মঞ্চে তার গান বাজিয়ে আমরা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’

আইয়ুব বাচ্চু জীবদ্দশায় একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের তরুণ গিটারিস্টদের মধ্যে ইমন ও অনি তার সবচেয়ে প্রিয়। কিন্তু জীবদ্দশায় একসঙ্গে পারফর্ম করার সুযোগ হয়নি তাদের। তাই বেইজিংয়ের এই আয়োজন ছিল তাদের জন্য আবেগে ভরা এক স্মরণযাত্রা।

ইমন ও অনি জানিয়েছেন, তাদের পরিকল্পনা রয়েছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলোকে নতুনভাবে ইনস্ট্রুমেন্টাল আকারে তুলে ধরার। তারা চান, নতুন প্রজন্মও যেন সেই চেনা সুরের জাদুতে হারিয়ে যেতে পারে। যেভাবে আইয়ুব বাচ্চুর সংগীত একসময় ছুঁয়ে গিয়েছিল কোটি হৃদয়কে।

এলআইএ/এমএস