বিনোদন

ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে হলিউড তারকাদের সমর্থন

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের নীতির বিরুদ্ধে গিয়ে ‘নো কিংস’ প্রতিবাদ চলছে। এই প্রতিবাদের দ্বিতীয় আসরে হজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে হলিউড তারকাদের সমর্থন দেখা গেছে। হলিউডের বড় বড় তারকারা এই আন্দোলনে সমর্থন দিয়ে রাস্তায় ছিলেন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

গতকাল শনিবার, ৫০টি রাজ্যের শহর ও শহরতলি মিলিয়ে শত শত হাজার মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

আইসিই-এর আক্রমণাত্মক অভিযান, জাতীয় গার্ড মোতায়েন এবং কেন্দ্রীয় কর্মসূচির ব্যাপক কাটছাঁটও প্রতিবাদকারীদের মূল দাবি।

মার্ক রাফালো, যিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় কণ্ঠধারী, ইনস্টাগ্রামে ‘নো কিংস’ প্রতিবাদের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘অসাধারণ। এত মানুষ দেশকে ভালোবাসে এবং চায়, নো কিংস।’

জিমি কিমেল ইনস্টাগ্রামে একটি ইনফোগ্রাফিক শেয়ার করেছেন। সেখানে প্রেসিডেন্টকে সমালোচনামূলক বিভিন্ন ডাকনাম দেখানো হয়েছে। তিনি লিখেছেন ‘কমান্ডার-ইন-থিফ’, ‘গ্রিডি ম্যাকগলফি’, ‘মারা-লর্ডো’, ‘অরেঞ্জ জুলিয়াস সিজার’ এবং ‘আঙ্কল স্ক্যাম’। তিনি লিখেছেন, ‘আপনি যখন #NoKings পোস্টার বানাবেন, মনে রাখবেন… ডোনাল্ড ট্রাম্প ভালো ডাকনাম পছন্দ করেন।’

রবার্ট ডি নিরো টিকটকে ভিডিওতে বলেছেন, ‘মূল নো কিংস প্রতিবাদ ২৫০ বছর আগে হয়েছিল। তখন আমেরিকানরা চাইছিল না কিং জর্জ তৃতীয়ের শাসনের অধীনে থাকতে। তারা স্বাধীনতার ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এখন আমাদের সামনে এমন একজন would-be কিং, যিনি তা ছিনিয়ে নিতে চায়। কিং ডোনাল্ড দ্য ফার্স্ট। আমরা আবারও উত্তোলিত হচ্ছি, শান্তিপূর্ণভাবে আমাদের কণ্ঠ তুলেছি ‘নো কিংস’।’

জন কাস্যাক শিকাগোর একটি প্রতিবাদে বলেছেন, ‘এটা মন খারাপ করার মতো। সাম্প্রতিক ফ্যাসিস্ট-আধুনিকায়িত আচরণ যা ডানপন্থীরা দীর্ঘদিন ধরে মজার ছলে চালাচ্ছে, তা যখন বাস্তবে দেখা যায়, দুঃখজনক হলেও তা পূর্বাভাসযোগ্য।’

পল শ্রাডার টাইমস স্কয়ারে নো কিংস প্রতিবাদের ছবি ফেসবুকে শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমি সেখানে ছিলাম।’

৮ বার অস্কার মনোনীত গ্লেন ক্লোজ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি একটি প্ল্যাকার্ড ধরেছেন, ‘কোনও অলিগার্ক, কোনও স্বৈরশাসক, কোনও অত্যাচারী, কোনও অটোক্র্যাট, কোনও কিং নয়!!’

ক্যাপশনে তিনি আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের উদ্ধৃতি দিয়েছেন, ‘যে সরকার মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের অধীনে সেই সরকার পৃথিবী থেকে কখনও বিলীন হবে না।’

এই প্রতিবাদে মিলিত হয়ে হলিউড তারকারা ও সাধারণ নাগরিকদের সঙ্গে একযোগে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষার আহ্বান জানাচ্ছেন।

এলআইএ/জিকেএস