পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) রাতে ৯টার দিকে মিরুখালী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের বাসিন্দা।
মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে।
স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, পাওনা টাকা চাওয়ায় বাবাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। আমি বাবার হত্যার বিচার চাই।
মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
মো. তরিকুল ইসলাম/এনএইচআর/এএসএম