জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ৩০ জানুয়ারি ২০২৬

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছর বয়সেই আবেদনের সুযোগ২৮৫ জনকে নিয়োগ দেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসেনাবাহিনীতে অফিসার নিয়োগ, বিবাহিতরাও পাবেন আবেদনের সুযোগ১৩৩ জনকে নিয়োগ দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিবাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন৪ পদে নিয়োগ দেবে বিকেএসপি, আবেদন ফি ২০০ টাকানিয়োগ দেবে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, আবেদন ফি ১০০ টাকা১০৩ জনকে নিয়োগ দেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংকনিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমাঢাকায় নিয়োগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক, লাগবে স্নাতক পাসকর্মী নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ৪৫ বছরেও আবেদননিয়োগ দেবে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকানিয়োগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, লাগবে না অভিজ্ঞতাম্যানেজার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকাবিক্রয় ডটকমে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগঅফিসার নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, ১৮ বছর হলেই আবেদনচাকরির সুযোগ দিচ্ছে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকাস্নাতক পাসে নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, থাকছে না বয়সসীমানিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, অভিজ্ঞতা ছাড়াও আবেদনঅফিসার পদে নিয়োগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংকমিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমাঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকাঅভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে সিটি ব্যাংক, বেতন ৫০ হাজারনিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক, থাকছে না বয়সসীমাজনবল নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, কর্মস্থল ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি

১৫ শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজপ্রভাষক-কর্মচারী পদে নিয়োগ দেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ, থাকছে না বয়সসীমাশিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালসিনিয়র লেকচারার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

বেসরকারি চাকরি

অভিজ্ঞতা ছাড়া ১০০ কর্মী নেবে আরএফএল, বেতন ৪০ হাজারপ্রাণ গ্রুপে নিয়োগ, ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ১৫ ট্রেইনি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্সএসএসসি পাসে ৫০ জনকে নিয়োগ দেবে ওয়ালটনআবুল খায়ের গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদননারী কর্মী নিয়োগ দেবে এসিআই, কর্মস্থল ঢাকাঢাকায় নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, স্নাতক পাসেও আবেদনআরএফএল গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকানিয়োগ দেবে মিনিস্টার, ৪০ বছরেও আবেদনের সুযোগকর্মী নিয়োগ দেবে নাদিয়া ফার্নিচার, কর্মস্থল ঢাকাঅফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজীপুরস্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ, ২৫ বছর হলেই আবেদন১৫ অফিসার নেবে এসিআই মটরস, ২৪ বছর হলেই আবেদননিয়োগ দেবে সিঙ্গার, ২৪ বছর হলেই আবেদনম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, কর্মস্থল হবিগঞ্জঢাকায় নিয়োগ দেবে উত্তরা মটরস, লাগবে স্নাতক পাসএসএসসি পাসে নিয়োগ দেবে বম্বে সুইটস, ২০ বছর হলেই আবেদনওয়ালটনে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগরূপায়ণ গ্রুপে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগম্যানেজার নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, ২৫ বছর হলেই আবেদনআরএফএল গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

এনজিও চাকরি

ব্র্যাকে ম্যানেজার পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকাঢাকায় নিয়োগ দেবে হীড বাংলাদেশ, বেতন ৪০ হাজার টাকাফিল্ড অফিসার নেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, বেতন ৫০ হাজার৫০ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনালঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আয়েশা আবেদ ফাউন্ডেশন

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এমআইএইচ/জেআইএম