টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হামিদুল হক মোহন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
হার্ট অ্যাটাকের পর সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় নিজ নির্বাচনী জনসভায় বক্তব্য শেষ করেন হামিদুল হক। পরে আরেক জায়গায় প্রচারণায় যোগদানের জন্য যাচ্ছিলেন তিনি। পথে গাড়িতে হার্ট অ্যাটাক করেন। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস।
তিনি বলেন, হামিদুল হক এবার দেলদুয়ার-নাগরপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যে কারণে বিভিন্ন জায়গায় জনসংযোগ করার জন্য সভা-সমাবেশ করছিলেন কয়েকদিন ধরে। তার ধারাবাহিকতায় আজ দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় নির্বাচনী জনসভা শেষ করে এলাসিন এলাকায় অন্য একটি প্রচারণায় যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি হার্ট অ্যাটাক করেন। হাসপাতালের মেডিসিন বিভাগে দায়িত্বে থাকা ডা. মাহমুদুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হামিদুল হক মোহন ১৯৫২ সালের ৮ আগস্ট টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হিসেবে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন।
আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম