ছোট্ট খুকির প্রশ্ন মনেআকাশ কেন নীল?আজব দেহের মানব কেনপাই না দেখা দিল?
বাতাস কেন পাতায় নাচেপানি নিচেই যায়?চুল কাটলে পাই না ব্যথা ব্যথা কেন গায়?
শূন্যে কেমন রকেট ওড়ে জাহাজ নদীর বুকে? আলোর মশাল কেমন করেআঁধারটাকে রোখে?
বীজগণিতের চলকরেখাকেমনে করে খেলা?জ্যামিতিতে বসায় কেন শত রেখার মেলা?
সব প্রশ্নের জবাব পেতেবিজ্ঞানে হাত রাখি, নতুন দিনের স্বপ্নগুলো বিজ্ঞানেতেই আঁকি।
এসইউ/জিকেএস