দেশজুড়ে

ঝিনাইদহে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়া থেকে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা এ অভিযান চালায়। আটকরা হলেন, ঝিনাইদহ শহরের আরাপপুরের আ. কুদ্দুসের ছেলে মো. রাজু (২৬), পার্কপাড়ার মো. শফিকুল আলমের ছেলে আজিজুর রহমান রনি (৩০), পবহাটি গ্রামের মৃত আনসার আলী লস্করের ছেলে মুন্না লস্কর (২৪), স্টেডিয়ামপাড়ার মো. আবু জাফর মোল্ল­ার ছেলে মো. মাহামুদুল হাসান (৩৫) ও মাগুরা জেলার ফুলবাড়িয়া গ্রামের মো. রওশন আলীর ছেলে মো. মিঠুন (২২)।কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, তারা জানতে পারেন পার্কপাড়ায় মাদকের কেনা বেচা চলছে। পরে জেলা স্টেডিয়ামের প্রিয়া নামক সিনেমা হলের বিপরীতে রেনেসা টেলিকম বিল্ডিং এর নীচতলা দোকানের ভিতর থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল, ২০০ গ্রাম গাজা, ২০ পিচ ইয়াবা ও ১টি ১৫০ সিসি পালসার হুন্ডা উদ্ধার করা হয়।আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস