বিনোদন

সিনেমা থেকে বাদ দেওয়া হলো ফেরদৌসকে

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। সাত বছর নানা বাধা ও অনিশ্চয়তার পর আবার নতুন উদ্যোগে শুটিং শুরু হতে যাচ্ছে। তবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আর থাকছেন না এই প্রজেক্টে। এমনটাই জানালেন নির্মাতা আরিফুর জামান আরিফ।

সিনেমাটিতে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তার সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি থাকছে গল্পে।

শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ। এতে পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নেন। পরবর্তীসময়ে নানা জটিলতায় কাজ আর এগোয়নি। এরপর ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হওয়ায় সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন। পপি ছিলেন নিখোঁজ।

বেশ কয়েকবার শিডিউল করেও কাজ সারতে পারছিলেন না নির্মাতা। দীর্ঘদিন তাদের অপেক্ষায় থেকে নির্মাতা এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমার শুটিং নিয়ে আরিফ বলেন, ‘ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। তার সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম। যোগাযোগ সম্ভব হয়নি। ফলে তার জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তাকে রাখার চেষ্টা চলছে। তিনি সময় দিতে পারবেন কি না, এখনো জানি না। তবে ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে শুরু হবে বাকি শুটিং। অনেক আশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। সিনেমাটি ঠিকঠাকভাবে এখনো করতে পারিনি। আশা করছি, নতুন আয়োজনে সিনেমাটি ভালোভাবেই শেষ করতে পারব।’

ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতন হলে দলটির সংসদ সদস্য ফেরদৌস আহমেদ পলাতক।

এমআই/এলআইএ/এমএস