জাতীয়

শাহজালালে আগুন: কারণ খুঁজতে স্কটল্যান্ড ইয়ার্ডকে প্রস্তাব সরকারের

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে দেখতে যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের সরকারের কাছে প্রস্তাব দিয়েছে সরকার। আগুন কীভাবে লেগেছে তা নির্ণয়ে ফরেনসিক কীভাবে করা যায় সে ব্যাপারে প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমেশাহজালালে আগুনে বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা, উদ্বেগ ব্যবসায়ীদের

এর আগে, এদিন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয় বলে জানান শফিকুল আলম।

এমইউ/এএমএ/জিকেএস