হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ফটো কার্ড। ‘নিজের অবস্থান সম্পর্কে জানুন’ শিরোনামে ফটো কার্ডটি শেয়ার করছেন অনেকেই। সেখানে একটি তালিকা রয়েছে। তাতে আয়ের ডিজিট উল্লেখ রয়েছে। ওই ডিজিট অনুযায়ী আপনি কোন অবস্থানে আছেন। তা জানতে পারবেন।
তালিকাটি নিম্নরূপ:১. মিসকিন: ০০-০৫ হাজার২. হতদরিদ্র: ০৫-১২ হাজার৩. দরিদ্র: ১২-২০ হাজার৪. নিম্নবিত্ত: ২০-৫০ হাজার৫. নিম্নমধ্যবিত্ত: ৫০-৮০ হাজার৬. মধ্যবিত্ত: ৮০ হাজার-০২ লাখ৭. উচ্চবিত্ত: ০২-১০ লাখ৮. ধনী: ১০ লাখ-০১ কোটি৯. বিজনেস ম্যাগনেট: ০১-৫০ কোটি১০. শিল্পপতি: ৫০-২০০ কোটি১১. টাইকুন: ২০০-০১ হাজার কোটি১৩. রাজ পরিবার: ১ হাজার কোটি-১০ হাজার কোটি।
আরও পড়ুনআড়ংয়ের শপিং ব্যাগ নিয়ে নেটজুড়ে হইচইসোশ্যাল মিডিয়ায় কেন বাঁশের ছড়াছড়ি?
তবে এই পরিসংখ্যান কোথা থেকে এলো কিংবা কার মস্তিষ্কপ্রসূত, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা ফটো কার্ড টির ওপর কোনো তথ্যসূত্র উল্লেখ নেই। মনে হয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তালিকাটিকে হাস্যরসের মাধ্যম হিসেবেই ব্যবহার করছেন।
লেখক সাব্বির জাদিদ ফটো কার্ডটি পোস্ট করে লিখেছেন, ‘অধিকাংশ হতদরিদ্র মানুষ নিজেকে মধ্যবিত্ত মনে করে। তোমরা দেখো, মধ্যবিত্ত হওয়া এত সহজ নয়।’
এসইউ/জেআইএম