শেষ ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করা লাগলো না। এক ম্যাচ হাতে রেখেই ভারতকে সিরিজ হারের লজ্জা দিলো অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে আজ (বৃহস্পতিবার) দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেট আর ২২ বল হাতে রেখে হারিয়েছে মিচেল মার্শের দল।
টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। বিরাট কোহলি (০) টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও রান পান রোহিত শর্মা (৭৩)। এছাড়া শ্রেয়াস আয়ার ৬১ আর অক্ষর প্যাটেল করেন ৪৪ রান।
অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৬০ রানে শিকার করেন ৪টি উইকেট। ৩ উইকেট নেন জাভিয়ার বার্টলেট।
জবাবে ম্যাথিউ শর্ট আর কুপার কনোলির জোড়া হাফসেঞ্চুরিতে সহজ জয়ের পথে হাঁটে অস্ট্রেলিয়া। শেষদিকে ভারত কিছুটা চেপে ধরলেও শেষ রক্ষা করতে পারেনি। শর্ট ৭৪ আর কনোলি ৫৩ বলে ৬১ রানের মারকুটে ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
ভারতের হয়ে দুটি করে উইকেট নেন অর্শদিপ সিং, হর্ষিত রানা আর ওয়াশিংটন সুন্দর।
এমএমআর