কিশোরগঞ্জের ইটনা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নূরুল ইসলাম নূরু ইন্তেকাল করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াহাটি গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।চলতি মাসের ৪ তারিখে ইটনা উপজেলায় শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেন। কিন্তু শপথ নেয়ার আগেই তার মৃত্যু হলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ইটনা উপজেলা হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিএনপি নেতা ও জনপ্রতিনিধি নূরুল ইসলাম এর আগেও ইটনা সদর ইউনিয়নে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়া ছাড়াও চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন।এদিকে তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন গভীর শোক প্রকাশ করেছেন।নূর মোহাম্মদ/এফএ/আরআইপি