দেশজুড়ে

করিমগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের করিমগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে করিমগঞ্জ পৌর এলাকার চরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।গেফতারকৃত রনি সূত্রধর (২৮) কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ এলাকার নারায়ণ সূত্রধরের ছেলে এবং ফরিদ মিস্ত্রী (৩০) শোলাকিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে।করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরপাড়া গ্রামের আসাদ চৌধুরীর বাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।নূর মোহাম্মদ/এআরএ/এমএস