নতুন বছরের প্রথম দিনেই নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন লাক্সতারকা মৌসুমী হামিদ। `মিশন সিক্স` শিরোনামে এই ছবিটি পরিচালনা করবেন ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল।এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বললেন, `নতুন বছরের শুরুতেই এতো বড় একটি সুসংবাদ খুব ভালো লাগছে। রুবেল ভাইয়ের মতো একজন ভালো নির্মাতার ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত।ছবির গল্পটিও দারুণ অনেক সাসপেন্স রয়েছে। আশা করছি ছবিটি আমার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট হবে।`বর্তমানে মৌসুমী গুনী চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি পরিচালিত `ব্ল্যাকমানি` ছবিতে অভিনয় করছেন। বিরতি শেষে আজ শনিবার থেকে বিএফডিসিতে ছবির ২য় লটের শুটিং শুরু হচ্ছে। এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন সাইমন সাদিক।