দেশজুড়ে

ঝিনাইদহে নিহত পুরোহিতের পরিবারকে আর্থিক সহায়তা

ঝিনাইদহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার নিহত পুরোহিতের স্ত্রী শেফালী রানী গাঙ্গুলীর হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইফসুফ মো. রেজাউর রহমান, নিহতের দুই ছেলে এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৭ জুন ঝিনাইদহ জেলা সদরের করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।আহমেদ নাসিম আনসারী/এমএমজেড