ক্যাম্পাস

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর, পরের দিন ফল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ ও গণনা শেষে পরদিন ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

বুধবার (৫ নভেম্বর) টিচার্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে জকসু নির্বাচন কমিশন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তারিখ ঘোষণা দেন।

অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, আগামী ২২ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।

ফলাফল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে। গণনা শেষে পরদিন, অর্থাৎ ২৩ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, ৯-১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, মনোনয়ন পত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহার করা প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর। এরপর ৯-১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

তফসিল অনুযায়ী, নির্বাচনের দিনেই ভোটগণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করা হবে।

টিএইচকিউ/এমএএইচ/এএসএম