সাহিত্য

ফার্স্ট ইমপ্রেশন অব লাভ এবং অন্যান্য

সব স্পৃহা গুহার ভেতর থেকে বেরিয়ে আসাপ্রাগৈতিহাসিক রাতের মতো মুগ্ধ করেনিখোঁজ সংবাদ লিখতে লিখতেমনে পড়ে যায় একটা মুখ, মনে পড়ে একটা পৃথিবীসবুজ নয় ধূসর নয় মায়াবী অথচ চিরচেনাজন্ম-জন্মান্তরের পরিচিত;ভাঙা মৃদঙ্গে উৎকণ্ঠার লিপি বাজতে বাজতে থেমে যায়গান্ধারীর মতো প্রশ্নের বিভীষিকা খুলেবসে মন…

****

সপ্তপদী

ঘুম ঘুম বেদনার ডাকে ধু-ধু মরুভূমি কাঁদে বুকের ভেতরেনড়ে ওঠে নীল গুল্মলতাসহজ সাজে সেজেছে কুমারীঠোঁটে তার সুরের বসুধাহাতে পাংশুর রঙে রাঙা পূর্ণিমার চাঁদচুলগুলো কোমল কুসুমঅধর যেন লক্ষ্মী প্রতিমা

প্রেম নয় আরও চটুল পিপাসা;রাজনৈতিক বিভাজনের মতো তুলেছে দেওয়ালসপ্তপদী খেলা শেখেনি পুরুষ মিটিয়েছে কেবল ব্যর্থ কামনা। ****

মহারানি

দেখ না দিঘিতে জল টলমল করেথেকে থেকে চোখ দুটো যেন মনে পড়ে বুকের খাঁচার পাখি হাওয়ায় ভেসেউড়ে এসে বসবে কি নিয়তির টানে মন বড় উচাটন জড়সড় চোখ কীভাবে ফুরাব তারে হারানোর শোকঅদূরে ছিলাম বসে নির্নিমেষ চোখেআমারে সে রেখেছে কি বিলাবল রাগেএই জীবনের ভাগে যত ঋতু আছেসঙ্গী হবে কি সে পথে সাহসের রথে?মন্দ নয় সেই ভাব ঘুম হলাহল–যদিও বুকের মাঝে খুব কোলাহল;তথাপি সে যদি ডাকে ধরে হাতখানিআমি ডাক নাম দেব তার মহারানি।

এসইউ/এএসএম