তথ্যপ্রযুক্তি

ফোন স্লো হলে তাৎক্ষণিক ৫ কাজ করুন

ফোন ব্যবহার করতে করতে এক সময় মনে হতে পারে আগের মতো আর স্পিড পাওয়া যাচ্ছে না। অ্যাপ খুলতে সময় নিচ্ছে, ভিডিও ল্যাগ করছে বা গেম খেলার সময় হ্যাং হয়ে যাচ্ছে। ভালো খবর হলো, খুব সাধারণ কিছু পরিবর্তন করলেই আপনার ফোন আগের চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারে।

চলুন জানি সবচেয়ে সহজ ৫টি সমাধান-

১. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুনঅনেক সময় আমরা এমন অনেক অ্যাপ ফোনে রেখে দিই যেগুলো কখনোই ব্যবহার করি না। এগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা, র‍্যাম ও স্টোরেজ নষ্ট করে। অপ্রয়োজনীয় গেম, স্টিকার, ভিপিএন, ডুপ্লিকেট অ্যাপস মুছে ফেলুন। কম ব্যবহার করা অ্যাপ ডিসেবল করলেও কাজ হবে।

২. ক্যাশে ও জাঙ্ক ফাইল ক্লিয়ার করুনযে কোনো ব্রাউজার, সোশ্যাল মিডিয়া বা গেম ব্যবহার করলে ফোনে ক্যাশে জমে ও স্টোরেজ কমে যায়। এতে ফোন স্লো হয়।গ্যালারি থেকে ডুপ্লিকেট বা পুরোনো ছবি/ভিডিও ডিলিট করুন। হোয়াটসঅ্যাপ/ফেসবুক মিডিয়া অটো-ডাউনলোড বন্ধ করুন।

৩. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুনঅনেক অ্যাপ না খুললেও ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। এতে র‍্যাম ফুল থাকে এবং ফোন স্লো হয়।

৪. সফটওয়্যার আপডেট দিনফোনের আপডেটে অনেক সময় বাগ ফিক্স, স্পিড অপ্টিমাইজেশন আর সিকিউরিটি প্যাচ থাকে। তাই আপডেট দিলে পারফরম্যান্স বাড়ে।

৫. স্টোরেজ ফাঁকা রাখুনফোনের স্টোরেজ ৮০-৯০ শতাংশ ভর্তি হলে ফোন স্বভাবতই স্লো হয়ে যায়। বড় ভিডিও/ফাইল গুগল ড্রাইভ/ক্লাউডে রাখুন। অপ্রয়োজনীয় ডাউনলোড মুছে ফেলুন। গ্যালারি থেকে লার্জ ফাইল চেক করে ডিলিট করুন।

আরও পড়ুনফোন হ্যাক হলে বুঝবেন যেভাবেবিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এএসএম