জাতীয়

সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে

নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

রাজধানীতে বাসে আগুন ও গুলি করে মানুষ হত্যার ঘটনা ঘটছে। নির্বাচন সামনে রেখে সরকার এগুলো কীভাবে দেখছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরাও কিন্তু একটা প্রচণ্ড গণ অসন্তোষের মুখে পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে। এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে।’

আরও পড়ুনভোররাতে ঢাকায় দুই বাসে আগুনপুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ

তিনি বলেন, এখন এই নির্বাচন ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকার বা অন্য কোনো অশুভ শক্তি। কিছু কিছু বিষয়ে হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি। কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না।

‘যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখন আমাদেরকে সরকার হিসেবে সর্বোচ্চটুকু দিয়ে সেই অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবো।

উপদেষ্টা বলেন, আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদের রি-অ্যাক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে।

রিজওয়ানা আরও বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি- আমাদের চেষ্টা থাকবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। আমরা সেদিকেই হাঁটছি। তারপরও যদি বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এ রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেগুলোর ক্ষেত্রে যারা দোষী তাদের আমরা আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে। এখানে আমাদের প্রস্তুতি আরেকটু বাড়াবো। আমাদের শক্তি আরেকটু বেশি বাড়িয়ে দেব।

তিনি বলেন, আমরা যেটা আশা করি, নির্বাচন সামনে রেখে সবাই সর্বোচ্চ সংযম ও সহনশীলতায় পরিচয় দেবে। কেউ যদি জাতীয় স্বার্থকে নির্বাচনের মতো একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নষ্ট করার চেষ্টা করে, তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার এগোচ্ছে, সরকার এই জিনিসগুলো প্রো-অ্যাকটিভ এবং রি-অ্যাক্টিভ উভয় অ্যাপ্রোচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে।

‌‘নির্বাচন কমিশন যাতে লেভেল প্লেয়িং ফিল তৈরি করতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে যত রকমের সহযোগিতা করা যায়, আমরা সেই সহযোগিতা টুকু করব। যেটা ঘটানোর চেষ্টা করা হবে, এর সবই যে ঘটবে এমন তো কোনো কথা নেই। সুতরাং আমরা সতর্ক থাকবো। আশা করছি আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দিতে পারবো’ বলেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরএমএম/এমআইএইচএস/এমএস