দেশজুড়ে

ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

ব্যাংক থেকে বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শাহজাহানপুর উপজেলার নয়মাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাবেয়া বেওয়া (৭০)। তিনি শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোর্ট গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী।নিহতের স্বজনরা জানান, রাবেয়া বেওয়া ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য নয়মাইলে একটি ব্যাংকে যান। সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে মহাসড়ক পার হচ্ছিলেন রাবেয়া বেওয়া। এ সময় ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।  শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, নিহতের ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।লিমন বাসার/এসএস/এমএস