দেশজুড়ে

ওসিসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান, অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক ব্যবসায়ী।বুধবার ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আল মামুনের ২নং আমলি আদালতে মামলাটি দায়েরকরা হয়েছে। মামলা নং সিআর ১৭৪/১৬।ইট-বালু ও পরিবহন ব্যবসায়ী মিজানুর রহমান মিজান ভাঙ্গা থানার ওসি, ই-বাংলা ডটকম নামের অনলাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশক মো. নাজমুল হাসান, নির্বাহী সম্পাদক গোলাম মোর্শেদ ও ফরিদপুর ব্যুরো চিফ বিপ্লব কুমার দাস শাওনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন।মামলাটি আমলে নিয়ে আদালত আগামী ৮ আগস্টের মধ্যে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার ওসি বাদীর কাছে প্রতি মাসে দুই লাখ টাকা মাসোহারা দাবি করেন। মাসোহারার টাকা না দেয়ায় তাকে নানাভাবে হয়রানি শুরু করে। চাঁদার টাকা না দেয়ায় গত ১৮ জুন পুলিশ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে থানার গারদে আটকে রাখে। সেখানে আটকে রেখে ওই অনলাইন পত্রিকার সাংবাদিক বিপ্লবকে ডেকে ছবি তুলে ভূমি দুস্যু ও কুখ্যাত ডাল মিজান আটক শিরোনামে ই-বাংলা অনলাইন পত্রিকায় মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশ করে এবং ভাঙ্গা থানার ১৩৪/১৬ একটি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠান। এতে ব্যবসায়ী মিজানুরের কমপক্ষে ৫ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করেছেন। পরে জামিনে বের হয়ে ব্যবসায়ী মিজানুর রহমান এই মামলা দায়ের করেন। এস.এম. তরুন/এআরএ/এমএস