একুশে বইমেলা

বিভূতিভূষণ স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’ স্লোগানে ১০ অক্টোবর যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। যুবসমাজকে বইমুখী করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তাহে দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করে আসছে। কিংবদন্তি কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে আবর্তিত ছিল এবারের সাহিত্য আড্ডা।

১৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরে প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি, কলেজ শিক্ষক মানসুরা বেগম, চিত্রশিল্পী তাফাজ্জল হোসেন তাপু, দৈনিক মুক্তির লড়াইয়ের জেলা প্রতিনিধি মাইনুদ্দিন জীবন, আবদুর রব ফাউন্ডেশনের সদস্য সচিব জায়েদুর রব জাহেদ, ভাসানী পরিষদের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব ও সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন।

আরও পড়ুনবুক অলিম্পিয়াড একটি স্বপ্ন অভিযাত্রা: রহমান রাজুলিটলম্যাগ সংগ্রহশালা করছে বাংলা একাডেমি

পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘পথের পাঁচালী উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে অমর করে রাখবে। অপু এবং দুর্গা চরিত্রের ভেতর দিয়ে তিনি দরিদ্রপীড়িত সমাজের বসবাসকারী মানুষের শৈশব ও কৈশোরের জীবনচিত্র অত্যন্ত নান্দনিকভাবে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর কথা তুললে পথের পাঁচালীর নাম অনায়াসে চলে আসে। সত্যজিৎ রায় পথেরে পাঁচালী উপন্যাসকে চলচ্চিত্রে রূপদান করে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন।’

সভাপ্রধান মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর আরণ্যক গ্রন্থে মানুষের জীবনের সঙ্গে অরণ্যের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেছেন। জঙ্গলে বসবাসরত নানা শ্রেণিপেশার মানুষের সহজ-সরল জীবনচিত্র তুলে ধরেছেন তিনি। তার লেখায় প্রকৃতির বিচিত্ররূপ এবং মানুষের দুঃখ-দুর্দশার ছাপচিত্র দেখতে পাই আমরা।’

অনুষ্ঠানে কিংবদন্তি কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা। সবশেষে চা-চক্রের আয়োজন করা হয়।

এসইউ/এএসএম