প্রশ্ন: মৃত ব্যক্তির গোঁফ-নখ বড় থাকলে কেটে দিতে হবে?
উত্তর: মৃত ব্যক্তির চুল, নখ, দাড়ি, গোঁফ ও অন্যান্য অবাঞ্চিত লোম ছাটা বা শেভ করা মাকরুহ। যদি এ সব লোম অস্বাভাবিক বড়ও হয়, তবুও মৃত্যুর পর তা কাটা মাকরুহ। অসুস্থ বা মুমুর্ষু ব্যক্তির নখ ও গোঁফ বড় হলে মৃত্যুর আগেই তা কেটে দেওয়া উচিত। মৃত্যুর আগে বেশি অসুস্থতা বা চিকিৎসাধীন থাকার কারণে কাটা না হলে মৃত্যুর পর আর কাটার প্রয়োজন নেই।
হাসান বসরি (রহ.) ও ইবনে সিরীন (রহ.) বলেছেন, মৃত ব্যক্তির চুল ও নখ কাটা যাবে না। (আস-সুনানুল কুবরা লিল বাইহাকি: ৬৬৩৬)
আইয়ুব সখতিয়ানি (রহ.) বলেন, মুহাম্মাদ ইবনে সিরীন (রহ.) মৃতব্যক্তির নাভির নিচের পশম ও নখ ইত্যাদি কাটা অপছন্দ করতেন এবং তিনি বলতেন, তার পরিবারের উচিত অসুস্থ অবস্থায়ই এগুলো কেটে দেওয়া। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১১০৫৪)
মৃতের শরীরে কোনো ধরনের সাজসজ্জা করা, চুল আঁচড়ানো বা চুলে সিঁথি করাও অপছন্দনীয়। মৃতের নখ, চুল বড় থাকলেও তা না কেটে ওই অবস্থায়ই তাকে দাফন করে দেবে। প্রখ্যাত তাবেঈ ইবরাহিম নাখঈ (রহ.) বলেন, উম্মুল মুমিনীন আয়েশা (রা.) এক মৃতের চুল আঁচড়ে দিতে দেখে বললেন, আপনারা মৃতের চুল কেন আঁচড়াচ্ছেন! (কিতাবুল আসার: ১/২৪২)
ওএফএফ/এএসএম