প্রতিদিনের নানা প্রয়োজনীয় জিনিসের মধ্যে বালতি, মগ ও গামলা অন্যতম। অনেকের ঘরবাড়ি পরিষ্কার থাকলেও বালতি বা মগ প্রায়ই নোংরা হয়ে যায়। বাথরুমের বালতি বা মগ কিছুদিন পরেই ফ্যাকাশে দেখায় এবং শত চেষ্টা করেও তা পুরোপুরি পরিষ্কার হয় না। তবে বালতি বা মগ নিয়মিত পরিষ্কার করা উচিত।
দাগ তোলার সহজ উপায় জানা থাকলে অনেক কাজ সহজ হয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক দাগ কীভাবে দূর করবেন-
১. রান্নাঘরের নানা কাজে ভিনেগার ব্যবহার করেছেন? তাহলে বাথরুমের নোংরা বালতি বা জগও এই উপাদান দিয়ে সহজে পরিষ্কার করা যায়। একটি পাত্রে দুই কাপ ভিনেগার নিয়ে তিন চামচ বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এছাড়া মিশ্রণে কয়েক ফোঁটা তরল সাবান যোগ করুন। চাইলে বাসন মাজার সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে।
২. যে সব প্লাস্টিকের পাত্রে পানির সাদা দাগ রয়েছে, সেখানে এই মিশ্রণটি মাখিয়ে রাখুন। ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা মিশ্রণটি পাত্রে রেখে দিন। এরপর নরম স্পঞ্জ দিয়ে ঘষে নিন এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যস, সব দাগ দূর হয়ে নোংরা বালতি নতুনের মতো উজ্জ্বল হয়ে উঠবে।
৩. ভিনিগার ও বেকিং সোডার মিশ্রণটি কলেও ব্যবহার করা যায়। মিশ্রণটি কলের গায়ে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর শুকনো কাপড় বা নরম স্পঞ্জ দিয়ে মুছে নিন। এতে কলের গায়ে পড়ে থাকা পানির ছাপও সহজেই পরিষ্কার হয়ে যাবে।
বাথরুমের বালতি বা মগে যদি কালো দাগ পড়ে যায়, তাহলে ব্লিচিং পাউডার ব্যবহার করা যেতে পারে। ব্লিচিং পাউডারকে পানিতে মিশিয়ে ভিজে কাপড় দিয়ে বালতি বা মগ ঘষুন। ভালোভাবে ঘষে নেওয়ার পর পরিমাণমতো পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে অবশ্যই হাতে গ্লাভস পরা উচিত, না হলে চামড়ার সমস্যা হতে পারে।
৪. লেবুর রস দিয়ে বাথরুমের বালতি বা মগ পরিষ্কার করা যায়। এতে থাকা অ্যাসিটিক অ্যাসিড যেকোনো দাগ সহজে মুছে দেয়।
৫. বাথরুমের বালতি ও জগ পরিষ্কার করতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা যেতে পারে। ১ টেবিল চামচ হাইড্রোজেন পারক্সাইড এবং ১ টেবিল চামচ তরল ডিশ ওয়াশিং সাবান মিশিয়ে দাগের ওপর স্প্রে করুন। পুরোনো ব্রাশ দিয়ে বালতি ও মগ ভালোভাবে ঘষুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি বালতি ও মগকে নতুনের মতো উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।
সূত্র: দ্য কিচেন, উইকিহাউ
আরও পড়ুনবাথরুমের শাওয়ার পরিষ্কার করবেন যেভাবেদেয়ালের দাগছোপ দূর করার সহজ উপায়
এসএকেওয়াই/এমএস