দেশজুড়ে

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ত্রিহুইলার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে জাবের ফরাজি ও ইয়াকুব আলী নামের দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী-আলফাডাঙ্গা আঞ্চলিক সড়কের ছত্রকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সালথা উপজেলার বাবুই খোলা গ্রামের জাবের ফরাজি (৫০) ও ফরিদপুর সদরের আড়ুয়াডাঙ্গি গ্রামের ইয়াকুব আলী (৬৫)।বোয়ালমারীর থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, বোয়ালমারী থেকে আলফাডাঙ্গাগামী ত্রিহুইলালের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ত্রিহুইলারের কয়েকজন যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর জাবের ও ইয়াকুবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তাদের।এস.এম. তরুন/ এমএএস/পিআর