কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে মুজাহিদ (৩) ও জেদমী (৫) নামে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, স্টেশনের কাছে বাড়ি হওয়ায় ওই দুই শিশু রেললাইনের ওপর খেলছিল। এসময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায় তারা।ভৈরব রেল স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত মুজাহিদ রেল স্টেশন এলাকার মোবারক হোসেনের ছেলে এবং জেদমী দেলোয়ার হোসেনের মেয়ে।নূর মোহাম্মদ/বিএ