সামাজিক মাধ্যমে নিয়মিত আপডেট দেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কাজ বা ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন তিনি ভক্তদের সঙ্গে। এবার জানালেন কাজাখস্তানের হাড়কাঁপানো শীতের অভিজ্ঞতা।
‘দম’ সিনেমার শুটিংয়ে যোগ দিতে বর্তমানে কাজাকস্তানে অবস্থান করছেন চঞ্চল। সেখানকার ভয়াবহ ঠান্ডায় খানিকটা অবাকই হয়েছেন তিনি। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কাজাখস্তান পৌঁছাতেও দম লাগে। রাস্তা যেন শেষই হয় না! আর পৌঁছানোর পর, এত শীত সইবো কেমন করে!’আরও পড়ুনকেন শরীরে সংখ্যা লিখে ছবি প্রকাশ করছেন নারী তারকারা৮ বছরেই ভেঙে যাচ্ছে ভালোবেসে পাতা সংসার
গতকালই কাজাখস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন চঞ্চল। রওনা হওয়ার সময় মুখোশ পরা একটি ছবি শেয়ার করে জানিয়েছিলেন, ‘শুরু হলো ‘দম’-এর যাত্রা। গন্তব্য কাজাখস্তান!’
কাজাখস্তানে পৌঁছেই ঠান্ডার তীব্রতা অনুভব করেছেন অভিনেতা। পোস্টে সেই অভিজ্ঞতাই উঠে এসেছে।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ ছবির সহপ্রযোজক এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। এতে চঞ্চলের সঙ্গে আরও অভিনয় করছেন আফরান নিশো, পূজা চেরি প্রমুখ।
এলআইএ