খুলনা নগরীর খালিশপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ইশান (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, মৃত্যুর খবর শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
আরিফুর রহমান/জেএইচ