দেশজুড়ে

মাগুরায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রিয়াবুল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৩ জন আহত হয়েছেন।  রোববার সকালে উপজেলার রাজাপুর চরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে জানান, আমলসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সম্পাদক চাদ আলী শেখ ও একই কমিটির সদস্য শফি মোল্লার নেতৃত্বে দীর্ঘদিন ধরে রাজাপুর চরপাড়া গ্রামে অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সকালে উভয় পক্ষ ঢাল সড়কি লাঠিসােঠা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের সড়কির আঘাতে ঘটনাস্থলেই শফি মোল্লার সমর্থক রিয়াবুল নিহত হন। এ সময় উভয় পক্ষের ১৩ জন আহত ও ৯টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩-১৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।আরাফাত হোসেন/এসএস/এবিএস