বিনোদন

সিয়ামের নায়িকা হচ্ছেন না শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল

টলিউড অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে ঢালিউডে নতুন গুঞ্জনের ঝড় বইছে। নতুন একটি সিনেমায় নায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির নায়িকাকে, এমন খবর ছড়িয়েছে দেশের গণমাধ্যমে। খবরটি সোশ্যাল মিডিয়া ও ফিল্মপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তবে এ নিয়ে মুখ খুলে গুঞ্জনে জল ঢেলে দিলেন ইধিকা নিজেই। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এ ধরনের কোনো প্রস্তাব তিনি এখনো পাননি।

তার ভাষায়, ‘কীভাবে গুঞ্জন ছড়িয়েছে জানি না। আমার কানেও এসেছে। সিয়ামের বিপরীতে অভিনয়ের কোনো কথা হয়নি আমার সঙ্গে।’

আরও পড়ুনসিয়ামের নতুন নায়িকা ইধিকা পাল, ঈদে আসছে ‘রাক্ষস’ মেহেদি রাঙা হাতের ছবিতে কনার নতুন বিয়ের গুঞ্জন, পাত্র কে

শোনা যাচ্ছে, ইধিকা নন, ‘রাক্ষস’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা কলকাতার উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি আগ্রহী হয়েছেন। ব্যাটে বলে মিললে সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে আলোচিত এই তরুণ অভিনেত্রীকেই দেখা যাবে সিয়ামের বিপরীতে।উল্লেখ্য, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’। এতে সিয়ামের বিপরীতে কাজ করার কথা ছিল অভিনেত্রী সাবিলা নূরের। তবে তিনি ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন। এরপর থেকেই ইধিকার নাম ঘুরে বেড়াচ্ছিল। তবে সেই গুঞ্জন এখন পর্যন্ত আনুষ্ঠানিক নিশ্চিত কিছু নয় বলেই জানিয়ে দিলেন ইধিকা।

এদিকে জানা গেছে, ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

বছর দুয়েক আগে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে জুটি বেঁধে বাংলাদেশে কাজের সূচনা করেন কলকাতার মেয়ে ইধিকা পাল। তার ক্যারিয়ারেও প্রথম ছবি এটি। প্রথম সিনেমায়ই দুই বাংলায় রীতিমতো ঝড় তোলেন নায়িকা। প্রশংসিত হয় তার অভিনয়ের মুন্সিয়ানা। এরপর দুই বাংলার সিনেমায়ই নিয়মিত কাজ করেন তিনি।

 

এলআইএ