প্রবাস

কুয়েতে জমে উঠেছে বাংলাদেশিদের ঈদের বাজার

ঈদুল ফিতর যতই এগিয়ে আসছে কেনাকাটায় মানুষের উপচেপড়া ভিড়ে জমজমাট হয়ে উঠছে কুয়েতের বিপণিবিতানগুলো। আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল ফিতরের খুশির দিনের। দেশের মতো কুয়েতেও বাংলাদেশি মুসলমানদের মধ্যে বেশ একটা সাজসাজ আমেজ বিরাজ করছে।কুয়েতে এভিনিউ, থ্রি সিক্সিটি মল, মেরিনা মল, গেইট মল, সিটি সেন্টার, লুলু হাইপারসহ অসংখ্য বড় বড় শপিংমল রয়েছে যাতে বিশ্বের নামিদামি ব্রান্ডের জিনিস পাওয়া যায়। কুয়েত সিটির প্রাণকেন্দ্র মুরগাবে অবস্থিত সুক আল ওয়াতানিয়া শপিং মলে না এলে অনেক প্রবাসীর ঈদ বাজারেই যেন অসমাপ্ত রয়ে যায়।সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। সুক আল ওয়াতানিয়া মার্কেটে রয়েছে প্রায় চারশত দোকান, এর প্রায় ৪০ শতাংশ দোকান বাংলাদেশিদের অধীনে।বাংলাদেশি মালিকানাধীন বিপনিবিতাণের মালিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, বেচাকেনায় এবারের ঈদ বাজার গতবারের তুলনায় খুবই ভালো যাচ্ছে।এই মার্কেটে বাংলার মেলা ফ্যাশন হাউসের কর্ণধার তরুণ ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু জানান, কুয়েতে বিভিন্ন স্থানে তার আটটি শোরুম রয়েছে। এবারের ঈদ উপলক্ষে তার দোকানে আড়ং, কেকরা, টনজন ও রংয়ের মতো দেশের নামকরা কিছু ব্রান্ডের প্রায় ১৫ হাজার পাঞ্জাবি আনা হয়েছে যা এরই মধ্যে বিক্রি শেষ।বাংলাদেশিরা বিশ্বের যে দেশেই থাক ঈদে পাঞ্জাবিকে তালিকায় প্রথম পছন্দ হিসেবে বেঁছে নেন। কুয়েতে রমজান এলেই বিভিন্ন শপিং মলে স্পেশাল ডিসকাউন্ট দেয়ার রিতিমত প্রতিযোগিতা শুরু হয়। আর ঈদকে ঘিরে দিয়ে থাকে বিশেষ ছাড়।বিএ/এমএস