দেশজুড়ে

কিশোরগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি বাদলকে হত্যার হুমকি

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বাদল রহমানকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে হত্যার হুমকি দেয়া হয়। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। একই দাবিতে কিশোরগঞ্জ শহরের বড় বাজারের হরিদাস বণিক নামে আরো একজন ব্যবসায়ীকে একই নম্বর থেকে হত্যার হুমকি দেয়া হয়।   কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এবং এফবিবিসিসির সদস্য বাদল রহমান জানান, দুপুরে পেশাগত কাজে ব্যক্তিগত গাড়িতে তিনি ঢাকায় যাচ্ছিলেন। এসময় মোবাইল ফোনে (০১৭০০৫৯৫০৩৬) নম্বর থেকে অবসরপ্রাপ্ত মেজর জিয়া পরিচয় দিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদল রহমান জানান, মেজর জিয়া পরিচয়ে এক ব্যক্তি বলেন আমার লোক আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি ১০ লাখ টাকা দিয়ে দিবেন। টাকা দিতে অস্বীকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ঢাকা থেকে ফিরে থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানান তিনি।বাদল রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেনকে জানান। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।নূর মোহাম্মদ/এআরএ/এমএস