বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিস্ক জকি (ডিজে) মারজিয়া কবির সনিকা এবার নাম লেখালেন সঙ্গীত শিল্পী হিসেবে। গান নিয়ে সনিকা অনেক দিন থেকে কাজ করলেও এই প্রথম তিনি গান গাইলেন।বছরের শুরতেই ইউটিউবে এসেছে সনিকার গাওয়া ‘ভাল্লাগে’ শিরোনামের একটি গান। সেখানে তার সঙ্গে আরও আছেন সুরকার শাহান এএইচএম ও র্যাপার গ্রুপ ‘বাংলা মেন্টালজ’। শুধু তাই নয়, এই বছরের মধ্যবর্তী সময়ে আসছে তার একক অ্যালবাম।সনিকা বলেন, একটি বেসরকারি টিভি চ্যানেলের মিউজিক শো থেকে ‘বাংলা মেন্টালজে’র সঙ্গে পরিচয়। এরপরই এগিয়ে যায় শাহানকে নিয়ে একত্রে মিউজিক ভিডিও করার পরিকল্পনা।তবে মিউজিক ভিডিওতে ডিজে সনিকাকে আপত্তিকর দৃশ্যে দেখা গেছে। তার সঙ্গে খোলামেলা পোশাকে নেচেছেন কয়েকজন তরুণী। আর এদের পোশাকও ছিল বেশ আপত্তিকর। যা বাংলা সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।ভিডিওটি নির্মাণ করেছেন সাকিব নাজার এবং জুবায়ের আনান। আর্ট ডিরেক্টর ছিলেন মুতর্জা রুবেল কস্টিউম ডিজাইন করেছেন অভিজিৎ সাহা।সেই মিউজিক ভিডিও...