রাজনীতি

নাশকতার চেষ্টা হলে রাজপথেই প্রতিহত : শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৫ জানুয়ারি আন্দোলনের নামে নাশকতার সৃষ্টি করলে বিএনপি-জামায়াতকে রাজপথেই প্রতিহত করা হবে।রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, আন্দোলনের নামে নাশকতা চালালে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। যুদ্ধপরাধীদের দল জামায়াত ও তাদের মদদদাতা ইতিহাস বিকৃতকারী বিএনপিকে রাজপথেই প্রতিহত করতে হবে।মতবিনিময়কালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।