রাজনীতি

নিষেধাজ্ঞার ভেতরেই ছাত্রলীগের মিছিল

নিষেধাজ্ঞার ভেতরই রাজধানীর নিউ মার্কেট, সিটি কলেজ, সায়েন্সল্যাব এলাকায় মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যা ৬ টায় তারা মিছিলটি করে। কলেজ শাখার স্থগিত কমিটির সহ-সভাপতি আল্লামা ইকবালের জানান, রাজধানীতে ছাত্রদলের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারে এই আশঙ্কায় আমরা পুলিশের কাজে সহায়তা করতে রাজপথে অবস্থান করছি।তবে এই এলাকায় ছাত্রলীগের মিছিল সম্পর্কে কিছু জানা নেই বলে জানিয়েছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান। তিনি বলেন, ‘কোনো মিছিলের তথ্য আমাদের জানা নেই। প্রতিটি এলাকায় আমাদের মোবাইল টিম টহল দিচ্ছে।উল্লেখ্য, শনিবার সন্ধ্যা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছ ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি)।