বগুড়ার গাবতলী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম রোববার সন্ধ্যায় এ আদেশ জারি করেন।জানা গেছে, গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গাবতলী উপজেলা বিএনপি সোমবার বিকেল ৩টায় উপজেলা সদরের তিনমাথায় সমাবেশ ডাকে। একই সময়ে উপজেলা আওয়ামী লীগও সেখানে সমাবেশের ডাক দিলে উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে অবশেষে প্রশাসন গাবতলী পৌর এলাকায় সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।