রাজনীতি

আন্দোলনের সিদ্ধান্তে অনড় থাকার পরামর্শ তারেকের

৫ জানুয়ারি রাজধানীতে যে কোন মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ফোনালাপে এমনটাই বলেছেন তারেক রহমান। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মা ও ছেলের মাঝে এই ফোনালাপ হয় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।তিনি জানান, এ সময় তিনি (খালেদা জিয়া) তারেক রহমানকে সোমবার আন্দোলন কর্মসূচি সম্পর্কে অনড় থাকার কথা জানান। পরে তারেক রহমানও তার মাকে নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করার কথা জানান। পাশাপাশি তারেক রহমান তার মাকে (খালেদা জিয়া) আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।