ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারাইদাহ গ্রামে নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে রাবেয়া নামে চার মাস বসয়ী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাবেয়া ওই গ্রামের রিয়াজ শেখের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শিশুটিকে ঘরে রেখে তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। ফিরে এসে ঘরে শিশুটিকে না পেয়ে চিৎকার শুরু করেন। পরে বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। এদিকে, নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পুকুরে শিশু রাবেয়ার মরদেহ ভেসে ওঠে। ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।এস.এম.তরুন/এআরএ/আরআইপি